সেই কদবানু পাচ্ছেন সরকারি ঘর, পেয়েছেন আর্থিক সহায়তা

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, খ তালিকায় সরকারি ঘর বরাদ্ধ আসলে কদবানুকে একটি ঘর দেয়া হবে।

লালমনিরহাট: বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার ৭৫ বছর বয়সী অসহায় সেই কদবানু।

বুধবার বিকেলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২ বান্ডিল ঠেউটিন ৬ হাজার টাকার একটি চেক, শুকনো খাবার এবং শীতবস্ত্র কদবানুর বাড়িতে পৌঁছে দিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।

কদবানুকে নিয়ে গত ৫ জানুয়ারী বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি নজরে আসে সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ মহোদয়ের এবং উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের।

লালমনিরহাটের ভিটেমাটিহারা কৃষকের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

প্রতিবেদনটি নজরে আসার সঙ্গে সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসক মহোদয় কদবানুকে সহায়তা দেয়ার নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান কদবানুর বাড়িতে ঠেউটিন, চেক, শুকনো খাবার ও শীতবস্ত্র পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মুর্শিদ হক।

সহায়তা পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কদবানু। অশ্রুশিক্ত হয়ে তিনি বলেন, মন্ত্রী স্যারের সহায়তা পানুং।ইউএন স্যার সরকারি ঘর দিতে চাইলো।সাংবাদিক বাবারা দূতের মতো এসে মোর ভাঙা ঘরের ছবি দিয়ে খবর ছাপায়। মোর খবর ছেপে দেয়ায় টিন ও টাকা পানুং সরকারি ঘরও পাইম। ঘর পাওয়ার খবর শুনে মোর পরাণটা জুড়িয়ে গেলো!

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, খ তালিকায় সরকারি ঘর বরাদ্ধ আসলে কদবানুকে একটি ঘর দেয়া হবে।

স্বাআলো/এসএ