জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড আমদানি ও বিতরণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দিয়েছে সরকার।
এ অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।
বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ) এর উপ-পরিচালক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে করোনা সংক্রমণ ঘিরে ঘনিয়ে এসেছে চিন্তার মেঘ!
তিনি বলেন, জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ায়, তারা এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বা কোনও টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে।
সালাউদ্দিন বলেন, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেয়ায়, আমরাও অনুমোদন দিতে পেরেছি।
এর আগে, আজ দুপুরে ডিজিডিএতে এক বৈঠকে ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি এর জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করে।
স্বাআলো/এসএ