কুড়িগ্রামে কবর খুঁড়তেই দেখা গেলো আরবি হরফের ছাপ

কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে এক ব্যক্তির কবর খুড়তে গিয়ে কবরের দেয়ালে আরবি হরফের ছাপ দেখতে উৎসুক জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ অলৌকিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পানিমাছকুটি গ্রামের মৃইসরাঈল হোসেন (৪২) গতরাতে ঢাকায় ব্রাক অফিসে কর্মরত অবস্থায় হার্ট স্ট্রোক করে মগবাজার হাসপাতালে মারা যান। মৃত ইসরাঈলের দেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে কবর খুড়তে গিয়ে কবরের দেয়ালে আরবি হরফে লেখা সূরা ইয়াসিন এর কিছু অংশ ও হা, মিম লেখা এক মাদরাসা শিক্ষার্থীর চোখে পড়ে। মুহূর্তেই সে খবরটি ছড়িয়ে পড়ে।

কোরআন তিলাওয়াতের অর্থ আল্লাহর সঙ্গে কথা বলা

এ ব্যাপারে কবরে আরবি হরফের বিষয়ে ফুলবাড়ী কাছারি বাজার জামে মসজিদের খতিব আব্দুল মালেক জানান, কবরের পশ্চিম দেয়ালে আরবি হরফ স্পষ্টগুলো দেখা যাচ্ছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, কবরে আরবি লেখা ভেঁসে ওটার খবর পেয়েছি। তবে সেটা আরবি হরফ কিনা আলেমগণ বলতে পারবেন।তবে উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ পাঠানো হয়েছে। দাফন শেষ না হওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে অবস্থান করবে।

স্বাআলো/এসএ