বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। তবে বাংলাদেশে এসেই তাকে পড়তে হয়েছে কোয়ারেন্টিনের গ্যাঁড়াকলে। অন্য কোচদের মত শিথিল করা হচ্ছে না তার নিভৃতবাস।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লুইসকে বহনকারী ফ্লাইট। এরপর কোয়ারেন্টিনে চলে যেতে হচ্ছে শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং কোচকে।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ হোম সিরিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। তবে কোয়ারেন্টিনের কারণে ক্যারিবীয় সিরিজের শুরুতে তাকে দলের সাথে পাওয়া যাবে না।
আরো পড়ুন>>> মেসির জোড়া গোলে বার্সার দারুণ জয়
ইংল্যান্ড ফেরত বলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন। সেক্ষেত্রে থাকবেন না ক্যারিবীয় সিরিজের শুরুতে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদফতরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
সুজন জানান, লুইস ছাড়াও আরো যে কয়জন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের কোয়ারেন্টিন শর্তও মওকুফের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, সেটি হলে আর পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।
স্বাআলো/এস