খুলনায় ৩ অপহরণকারী গ্রেফতার, অপহৃত উদ্ধার

দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক  আল আমিনকে (২৫) উদ্ধার এবং তিন আপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, জীম বাবু হাওলাদার (২৫), মেহেদী হাসান (২২) ও লাইলী খাতুন (৩০)। তাদের বাড়ি রূপসা শ্মশানগলি ও জিন্নাহপাড়ায়।

এর আগে সোমবার নগরীর গল্লামারী ব্রিজের পশ্চিমপাড় থেকে তাকে অপহরণ করা হয়। তিনি কয়রা উপজেলার কাটাখালি গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এ তথ্য জানিয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক মাহবুব উল আলম জানান, ওই যুবককে অপহরণের পর তার পরিবারের কাছে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঁচ হাজার টাকা পাঠায় তার পরিবার। সেই সূত্র ধরে লবণচরা বান্দাবাজার এলাকা থেকে অপহরণকারীদের আটক করা হয়।

অভিযানে অপহরণকারীদের ব্যবহৃত পাঁচটি মোবাইল, একটি মোটরসাইকেল ও সাতটি সিমকার্ড জব্দ করা হয়।

স্বাআলো/আরবিএ