ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বিশ্বকাপ

মহামারী না এলে এ মাসেই বাংলাদেশে শুরু হত অনূর্ধ্ব-১৯ প্রমীলা বিশ্বকাপ, যা হত প্রমীলা ক্রিকেটের প্রথম বয়সভিত্তিক বিশ্বকাপ। তবে করোনার কারণে ক্রিকেট দুনিয়া স্থবির হয়ে গেলে আসরটি স্থগিত করে আইসিসি। স্থগিত হওয়া আসরটি মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে।

যথারীতি প্রথম বয়সভিত্তিক প্রমীলা বিশ্বকাপের আয়োজক থাকছে বাংলাদেশ। প্রথম অনূর্ধ্ব-১৯ প্রমীলা বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক হিসেবে ২৫ জন তরুণী ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ প্রস্তুতি শুরু করে গত জানুয়ারিতে। যদিও মহামারীর কারণে সেই প্রস্তুতিও মাঝপথে থেমে যায়। নতুন করে দল গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির উইমেন উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

আরো পড়ুন>>> আইসিসির ভুলে আফগানিস্তানের পেছনে পড়েছিলো বাংলাদেশ

বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমরা আয়োজক হতে যাচ্ছি, যেটা হওয়ার কথা ছিলো কিন্তু করোনা মহামারীর কারণে হয়নি। এই বছরের শেষের দিকে, ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

১৬ দলের এই টুর্নামেন্টে ভালো করতে চেষ্টায় কোনো ঘাটতি রাখছে না বিসিবি। নাদেল বলেন, মেয়েদের ক্রিকেটে বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো বিবেচনা করেই মেয়েদের বয়সভিত্তিক ক্রিকেটের কিছু পরিকল্পনা হাতে নিয়েছি এবং প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করছি। আমাদের প্রস্তুতির একটি অংশ হিসেবে ইতোমধ্যে সারাদেশে আমাদের ক্রিকেট বোর্ডের বিভাগীয় যারা কোচ রয়েছেন তাদের মাধ্যমে বাছাই প্রক্রিয়া শুরু করেছি।

আরো পড়ুন>>> কোয়ারেন্টিনের গ্যাঁড়াকলে লুইস, শিথিলের জন্য সরকারের কাছে আবেদন

বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, গেম ডেভেলপমেন্ট পর্যায়ের কোচদের সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে নারী ক্রিকেটার বের করে আনার এই প্রয়াসে। তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে গেম ভেভলপমেন্টের সহযোগিতা নিবো। পুরো প্রক্রিয়াতেই গেম ডেভলপমেন্ট আমাদের সহযোগিতা করছে। গেম ডেভলপমেন্টের কোচিং স্টাফ যারা আছেন তারা নারী উইংকে এই কারিগরী সহায়তা দিচ্ছেন। অনুর্ধ্ব-১৯ এর একটি দল আমাদের প্রস্তুত করতেই হচ্ছে। তার বাইরে ভবিষ্যত অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতার জন্য কিন্তু দলটি আমরা প্রস্তুত করছি, পাইপলাইন সমৃদ্ধের কাজ করছি।

স্বাআলো/এস