মারা গেছেন স্থলবন্দর এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সভাপতি তুহিন

বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সভাপতি কিবরিয়া জলিল তুহিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোনাহাট স্থলবন্দরে তিনি ট্রাফিক পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। আজ রাত ৮ টায় নরশিংদী শিবপুর খড়িয়া গ্রামের বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিন দিন আগে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয় কিবরিয়া জলিল তুহিন। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন শেখ জানান, সাংগঠনিক কাজের মাধ্যমে অল্প দিনে এই তরুণ সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। এত অল্প বয়সে তার বিদায় মেনে নেয়া খুব কষ্টকর। তার এ অকাল মৃত্যুতে সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এসএ