ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আবার তিনি বশিরহাটের সংসদ সদস্য। টলিউডের বাতাসে এখন তার সংসার ভাঙার গুঞ্জন। নায়িকার ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলে দেখা যায়, বেশ কয়েকমাস ধরে স্বামী নিখিলের সঙ্গে তার কোনো পোস্ট নেই। গত ১৯ জুন শেষবার তিনি স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন।
এরপর কেবলমাত্র দুর্গাপুজার সময় তাদের একসঙ্গে দেখা যায়। এর ফলে অনেকেরই দাবি, স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না নুসরাত জাহানের। কারণ হিসেবে গুঞ্জন রটেছে, এ প্রজন্মের সুপারহিট নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের পরকীয়া। তারা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন।
আরো পড়ুন>>> নতুন বছরে জোড়া লাগছে শ্রাবন্তীর ভাঙা সংসার!
টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘SOS কলকাতা’ ছবির শুটিংয়ের সময়ই বন্ধুত্ব তৈরি হয় নুসরাত ও যশের। তাদের সেই বন্ধুত্ব নাকি ক্রমেই গভীর হচ্ছে। দুই তারকার মাখোমাখো সম্পর্কটা অনেকেরই চোখে লেগেছে। বিষয়টি নজরে এসেছে নুসরাতের স্বামী নিখিলেরো। সেসব নিয়ে ‘SOS কলকাতা’ ছবির সাকসেস পার্টিতে স্বামীর সঙ্গে মনকষাকষিও হয় নুসরাতের।
টলিপাড়ায় আরো আলোচনা, যশের সঙ্গে গোপন সম্পর্কে মেতেছেন নুসরাত। সেই জেরে যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে অভিনেত্রীর সংসার। স্বামী নিখিলের সঙ্গে নাকি ক্রমেই দূরত্ব বাড়ছে তার! অন্যদিকে কাছে আসছেন যশ।
আজকাল এই জুটিকে সবখানেই একসঙ্গে দেখা যাচ্ছে। সম্প্রতি দুজন ঘুরতে যান রাজস্থানে। আজমির শরীফেও দুজনকে একসঙ্গে দেখা যায়। সেখানে ঘনিষ্ঠভাবেই দুজন ছবি ও ভিডিওতে ধরা দেন। এমনটা দেখে ভক্তদের মনে প্রশ্ন, তবে কি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রিল লাইফের এই জুটি?
আরো পড়ুন>>> প্রভার ১৫ সেকেন্ডের ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া (ভিডিও)
যদিও যশের সঙ্গে প্রেম নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নুসরাতের। পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। চুপচাপ সম্পর্কটা উপভোগ করছেন যশও।
তবে তাদের ইনস্টাগ্রামে এ নিয়ে চলছে অনেক মাতামাতি। সেখানে অংশ নিয়েছেন নুসরাতের বান্ধবী অভিনেত্রী ও আরেক সাংসদ মিমি চক্রবর্তীও। একটি মন্তব্যে তিনিও মজা করে জানতে চেয়েছেন, কবে থেকে নুসরাত যশের এত কাছের মানুষ হয়ে উঠলেন। তার সেই মন্তব্যও অনেক রহস্যের খোরাক দিয়েছে দুই তারকার সম্পর্ক নিয়ে।
আরো পড়ুন>>> মিথিলার নতুন ভিডিও ভাইরাল, বিতর্ক!
বিষয়টি নিয়ে নুসরাত বা যশ মুখ না খুললে নিশ্চিত হয়ে বলা মুশকিল যে, তাদের পরকীয়া ও নুসরাতের বিচ্ছেদের খবর সবই নিছক গুজব কি না! কাজেই সত্যিটা জানার অপেক্ষায় সবাই।
স্বাআলো/এস