যশোরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন ভাইস চেয়ারম্যান বিপুল

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে ৩২ দলীয় আজাহারুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ফরিদপুর পুরাতন বাজার মাঠে এই টুর্নামেন্টটি উদ্বোধন করেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

যশোরে ছাত্রলীগের মাস্ক বিতরণ

দেয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক লিয়াকত আলী, বর্তমান আহবায়ক জাফর ইকবাল, যুগ্ম আহবায়ক মুফাজ্জেল হোসেন মুফা, আক্তারুল কবির মিলন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজোয়ান হোসেন মিথুন, যশোর শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।

স্বাআলো/এসএ