শিক্ষা ব্যবস্থাকে স্বরূপে ফেরাতে ‘শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা

যশোর: করোনাভাইরাসে থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে স্বরুপে ফেরাতে যশোরের ঝিকরগাছা উপজেলার সব মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ‘শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার বায়সা চাঁদপুর গ্রামে মৃধা এগ্রো ফার্মে আলোচনা সভা শেষে প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন প্রধান শিক্ষককে অবসরকালীন সংবর্ধনা দেয়া হয়।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

সমগ্র আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নাসির উদ্দিন।

ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, সহকারি কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও জেলা সহকারী শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন।

বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশা চৌধুরী, রুগুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল পান্না ও মৃধা এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী আব্দুর রহিম মৃধা।

প্রধান অতিথি সংসদ সদস্য নাসির উদ্দিন বলেন, দেশ এগিয়ে যাচ্ছি, শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষকদের আরো সৃজনশীল হতে হবে। পাঠদানে ডিজিটাল হতে হবে। পুরানো পদ্ধতিতে পাঠদান দেয়া যাবে না। মাল্টিমিডিয়া পদ্ধতিতে ক্লাস নিতে হবে। শিক্ষা ব্যবস্থা যে ডিজিটাল হয়েছে করোনাকালীন সময়ে সেটা প্রমাণিত হয়েছে। ছাত্রছাত্রীরা ঘরে বসেই মোবাইলে অ্যাপসের মাধ্যমে ক্লাস করতে পারছে। বঙ্গবন্ধুর সুচিন্তিত মতামতই আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যার নেতৃত্বে রয়েছেন তাঁর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের শুধুমাত্র ভালো ফলাফল করালেই না। দেশ প্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সর্ম্পকে জানাতে হবে।

অনুষ্ঠান শেষে হরিদ্রপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, আঙ্গারপাড়া-বহিরামপুর মাধ্যমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক জীবন রতন ঘোষ ও শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে অবসরকালীন সংবর্ধনা দেয়া হয়।

স্বাআলো/এসএ