নারায়ণগঞ্জের ফতুল্লায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে সুমন (২২) নামে তার শ্যালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার মুসলিমনগরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক দুলাভাই হাবিবুল্লাহকে আটক করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, হাবিবুল্লাহর সাথে সুমনের রাতে বাচ্চার দুধ কেনা নিয়ে ঝগড়া হয়। এসময় উত্তেজিত হয়ে দুলাভাই শ্যালক সুমনের বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২ টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুল্লাহকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
স্বাআলো/আরবিএ