গাজীপুরের শ্রীপুর উপজেলার নলগাঁও থেকে সোহেল রানা শিমুল (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সোহেল রানা শিমুল উপজেলার নলগাঁও গ্রামের রফিকুল ভূঁইয়ার ছেলে।
শ্রীপুর থানার এসআই আমজাদ শেখ জানান, শ্রীপুর উপজেলার নলগাঁও এলাকায় বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় সোহেল রানা শিমুলের লাশ পড়েছিলো। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি বিষের বোতল পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বিষপান করে সোহেল রানা শিমুল আত্মহত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোহেল রানা শিমুল গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্বাআলো/আরবিএ