যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডবের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের দুইজন মন্ত্রী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পদত্যাগ করেন পরিবহনমন্ত্রী এলিন চাও ও শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস।
বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালায়। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে।
পার্লামেন্ট ভবনে নজিরবিহীন এই হামলার ঘটনায় এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সেই তালিকায় সবশেষ সংযোজন হচ্ছেন এই দুই মন্ত্রী।
আরো পড়ুন>>>যুক্তরাষ্ট্রে পার্লামেন্টে হামলার পর ফের শুরু অধিবেশন
এছাড়াও বৃহস্পতিবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের আরো অন্তত পাঁচজন সিনিয়র পরিচালক পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা।
হোয়াইট হাউজের কাউন্সিল অব ইকোনোমিক অ্যাডভাইজার্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাইলর গুডস্পিডও পদত্যাগ করেছেন বলে জানিয়েছে একটি সূত্র।
স্বাআলো/আরবিএ