ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ক্রিকেটারদের বায়োবাবলে প্রবেশ করানোর আগে দুই দফা করোনাভাইরাস পরীক্ষার প্রথম দফায় সবার ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার ক্রিকেটার এবং সিরিজে সংশ্লিষ্ট সকলের দ্বিতীয় দফায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
বুধবার সাপোর্টিং স্টাফ এবং বৃহস্পতিবার ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের প্রত্যেকে শনিবার দ্বিতীয় দফায় নমুনা দিতে হবে। দুই দফায় নেগেটিভ আসলেই মিলবে বায়োবাবলে প্রবেশের অনুমতি।
আরো পড়ুন>>> আইসিসির ভুলে আফগানিস্তানের পেছনে পড়েছিলো বাংলাদেশ
১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলবে তারা। বাংলাদেশে পা রাখার আগে করোনাভাইরাস পরীক্ষায় ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডের দেহে ভাইরাস শনাক্ত হওয়ায় স্কোয়াডে তার বদলে ডাক পেয়েছেন পেসার কিওন হার্ডিং।
ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন ।
টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দল: মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী।
স্বাআলো/এস