মার্কিন কংগ্রেস ‘ক্যাপিটল’ ভবনে হামলার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে তার পদ থেকে অপসারণের ডাক দিয়েছেন রাজনীতিবিদরা।
মার্কিন সেনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যূত করার আহ্বান জানান।
বেশ কয়েকজন রিপাবলিকান নেতাও ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণের কথা বলেছেন। তাদের একজন হলেন ইলিনয়ের কংগ্রেসম্যান এ্যাডাম কিনজিঙ্গার।
সংবিধানের ২৫তম সংশোধনীতে প্রেসিডেন্ট দায়িত্ব পালনের অযোগ্য বা অসমর্থ বলে বিবেচিত হলে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ রয়েছে।
এক বিবৃতিতে চাক শুমার বলেন, ওই ঘটনা প্রেসিডেন্টের উস্কানিতেই হয়েছে, তাই আর একদিনও তার এ পদে থাকা ঠিক নয়।
আরো পড়ুন>>>মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা, গুলিতে নারী নিহত
তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এখন উচিত ২৫তম সংশোধনী প্রয়োগ করা।
বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ক্যাপিটল ভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে হয় পুলিশকে। অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এতে স্তম্ভিত হয়েছে গোটা বিশ্ব। বিশ্বের গণমাধ্যমগুলোও বলছে ট্রাম্পের উস্কানিতেই হামলা হয়েছে।
স্বাআলো/আরবিএ