বৃহস্পতিবার টেলিটক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহবান জানিয়ে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
আরো পড়ুন>>> এইচএসসি ও সমমানের ফল প্রস্তুত, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রকাশ
তবে, যশোর শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার্থীর অভিভাবকদের মোবাইল নম্বর আগে থেকেই সংগ্রহ করেছে এবং এসএমএসসের মাধ্যমে জানিয়ে দেবে ফল।
এখনো ফল প্রকাশ হয়নি। অধ্যাদেশ জারি হলেই ফল প্রকাশ হবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন। এখনো অধ্যাদেশ জারি হয়নি।
স্বাআলো/এস