৩৪৫ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেবে সরকার।
এর মধ্যে খুলনা, বাগেরহাট ও যশোর জেলার প্রতিটিতে ৬টি করে মোট ১৮টি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেয়া হবে। অন্যদিকে এই টাকা পাবে সাতক্ষীরা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার ১৫টি প্রতিষ্ঠান। এছাড়াও মাগুরা, নড়াইল, মেহেরপুর ও চুয়াডাঙার প্রতিটিতে ৪টি করে ১৬টি প্রতিষ্ঠান এই টাকা পাবে।
সবমিলিয়ে খুলনা বিভাগের ৪৯টি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে টাকা দেবে সরকার ।
২০২০-২১ অর্থবছরের বাজেটের রাজস্বখাত থেকে এ টাকা দেয়া হবে।
প্রতি অর্থবছরেই বেশকিছু প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জামাদি খাতে ৬২ হাজার টাকা করে দেয়া হয়। চলতি অর্থবছরে এ খাতে টাকা দিতে প্রতিষ্ঠান নির্বাচন করে তালিকা পাঠাতে জেলা প্রশাসকদের বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
জানা গেছে, খুলনা বিভাগের তিন জেলাসহ ঢাকা, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রোকোনা টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগরাছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম,বরিশাল, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটিতে ৬টি করে মোট ১৮৬টি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেয়া হবে।
আরো পড়ুন>>> তথ্য হালনাগাদ না করলে বেতন পাবেন না শিক্ষকরা
অন্যদিকে, খুলনা বিভাগের তিন জেলাসহ নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, শেরপুর, বান্দরবন, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, পিরোজপুর, ভোলা, বরগুনা ও মৌলভীবাজার জেলার প্রতিটিতে ৫টি করে মোট ১৩৫টি মাদারাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে এ টাকা দেয়া হবে।
এছাড়া, খুলনা বিভাগের চার জেলাসহ মাদারীপুর ও ঝালকাঠি জেলার প্রতিটিতে ৪টি করে ২৪টি মাদারাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জামাদি খাতে টাকা দেয়া হবে।
জানা গেছে, ইতোমধ্যে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে প্রতিষ্ঠান নির্বাচন করে তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তথ্য কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে ডিসিদের। গবেষণা সরঞ্জাম খাতে টাকা দেয়ার নীতিমালা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে জেলা প্রশাসকদের।
স্বাআলো/এস