ঝিকরগাছার রঘুনাথনগর কলেজে কামাল সভাপতি নির্বাচিত

ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর মহাবিদ্যালয়ের (কলেজ) আহবায়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কামাল।

আজ শনিবার প্রতিষ্ঠানটিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে ২৪ ডিসেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক পত্রে মহাবিদ্যালয়টির আহবায়ক কমিটির সভাপতি হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে মহাবিদ্যালয়ের হলরুমে নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানিসারা ইউপি চেয়ারম্যান নওসের আলী।

ঝিকরগাছায় এক টাকায় জমিসহ ঘর পেলেন ১৯ জন

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল ওহাব, সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাদের, অধ্যাপক মোসলেম উদ্দীন, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাসানুল বান্না, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা, সাাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মোজাফ্ফর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সোহরাব হোসেন সোহাগ।

এসময় নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কামাল বক্তব্যে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন করার আশ্বাসের পাশাপাশি ব্যক্তিগত অর্থে কৃতি শিক্ষার্থী ও গুণীশিক্ষকদেরকে পুরষ্কারের ঘোষণা করেন।

উল্লেখ্য, কামরুজ্জামান কামাল রঘুনাথনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাকের ছেলে।

স্বাআলো/এসএ