দাঁড়িয়ে থাকা ট্রলিতে সিএনজির ধাক্কা, নিহত এক

চুয়াডাঙ্গার দর্শনায় দাঁড়িয়ে থাকা আখ বোঝাই কেরুর বিকল ট্রলির সাথে সিএনজির ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির আহমেদ (৬৫) দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর গ্রামের বাসিন্দা।

নড়াইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত, আহত ১২

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে আখ বোঝাই একটি ট্রলি দাঁড়িয়ে ছিল। এসময় দামুড়হুদা থেকে দর্শনার উদ্দেশ্যে যাত্রীবাহী একটি সিএনজি ট্রলির পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ