পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম রয়েছে মুস্তাফিজুর ও রিয়াদসহ বাংলাদেশি ২০ জন ক্রিকেটারের। এদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান, যে তালিকা আগেই প্রকাশ করেছিলো পিসিবি।
পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি কিংস। এই ম্যাচের ভেন্যু করাচির ন্যাশনাল স্টেডিয়াম। ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
তার আগে প্লেয়ার্স ড্রাফট হবে রবিবার। ড্রাফটের আগের দিন প্রকাশিত তালিকায় একঝাঁক বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। এদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও তাসকিন আহমেদকে বড় নাম হিসেবে অভিহিত করেছে পিসিবি।
আরো পড়ুন>>> মাশরাফি না থাকায় দলের শক্তিমত্তা কমেছে: আকরাম
ড্রাফটে থাকা অন্যান্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- আফিফ হোসেন ধ্রুব, আবুল হাসান, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, আবু সায়েম চৌধুরী, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ ও রাফসান আল মাহমুদ।
পিএসএলের ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:
প্লাটিনাম ক্যাটাগরি: মুস্তাফিজুর রহমান
ডায়মন্ড ক্যাটাগরি: মাহমুদউল্লাহ রিয়াদ
গোল্ড ক্যাটাগরি: আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।
সিলভার ক্যাটাগরি: আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।
স্বাআলো/এস