প্রধানমন্ত্রীর ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন জয়দেব দাস

অভাবে তাড়নায় ১৫ বছর আগে পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে বিষ্ণুরানী তার স্বামীকে ছেড়ে চলে গেছেন। এর পরেই ভাগ্য পরিবর্তনের খোঁজে গলাচিপা উপজেলার জয়দেব দাস রিকশার গ্যারেজে ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তবু অভাব জয়দেব দাসের পিছু ছাড়ছে না।

এই জয়দেব দাসকে প্রায়ই গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘুরতে দেখা যায়। বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। তিনি তার জীবনের করুণ ইতিহাস তুলে ধরেন। কান্নায় ভেঙে পড়েন তিনি। জয়দেব দাস সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর একটি ঘর পাওয়ার আকুল আবেদন জানান।

জয়দেব দাস চার বছর আগে আবার বিয়ে করেছেন। বর্তমানে তিনি স্ত্রী ও তার মাকে নিয়ে বদরপুর গ্রামে ভাড়াবাড়িতে মানবেতর জীবন যাপন করছেন। পাঁচ মেয়ে বিয়ে দিয়েছেন। দুই ছেলে বিয়ে করে বাবার কাছ থেকে সরে গিয়ে ভিন্ন থাকে।

আরো পড়ুন>>>গলাচিপার শান্ত চর অশান্ত হয়ে উঠেছে

গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, আসলেই জয়দেব দাস অসহায় মানুষ। প্রধানমন্ত্রীর দেয়া তার একটি একটি ঘর পাওয়া একান্ত জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, জয়দেব দাসের দরখাস্ত পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/আরবিএ