ফুলবাড়ীতে লাভের আশা করছেন পান চাষিরা

পান বরজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুলবাড়ী উপজেলার রামরাম সেন ও রাবাইতারী গ্রামের পান চাষিরা। এবার অতি বৃষ্টির কারণে পান চাষে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে কীটনাশক ও সারের সঠিক প্রয়োগ ও গাছের সঠিক পরিচর্যার কারণে পান পাতার আকার বেশ ভালো হয়েছে। ফলে পান চাষিদের মুখে ফুটছে হাসি।

পান চাষ একটি লাভজনক আবাদ। পানের বরজ একবার করে পরিচর্যার করলে ১০/১১ বছর এর সুফল পাওয়া যায়।

রামরাম সেন গ্রামের পান চাষি মন্তোষ চন্দ্র রায় স্বাধীন আলোকে বলেন, অনেক বছর ধরে পান চাষ করে আসছি। আমার আয়ের একমাত্র উৎস হল পান চাষ। এই উপার্জন দিয়ে ছেলে-মেয়ের পড়াশোনা খরচ ও আমার সংসার চলে।

সরকার যদি আমাদের মত ছোট পান চাষিদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতো, তাহলে আমরা বিশাল পরিসরে পান চাষ করে নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে পারতাম।

আরো পড়ুন>>>কুড়িগ্রামে কবর খুঁড়তেই দেখা গেলো আরবি হরফের ছাপ

পান চাষি প্রফুল্ল চন্দ্র বলেন, আমি এক বিঘা জমিতে বারাই পান চাষ করেছি। পানের আকারও বেশ ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশিদ জানান, রাবাইটারী ও রামরাম সেন গ্রামে ৪০ থেকে ৫০ জন কৃষক বহু বছর ধরে পান চাষ করে আসছে। সরকারিভাবে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিভিন্ন দিক নির্দেশনা অব্যহত রয়েছে।আশা করা যাচ্ছে এ মৌসুমে পান চাষিরা বেশ লাভবান হবে

স্বাআলো/আরবিএ