যশোর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই আলোচনা সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। আর প্রধান বক্তা ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজামান মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা।
সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের বিজয়ের পূর্ণতা আসে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয়। সেদিন বিদেশে থাকার কারণে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় তাকে হত্যার চেষ্টা চালানো হয়। এর নেপথ্যে ছিলো তারেক রহমান। আমি গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের ফাঁসির দাবি করছি।
আরো পড়ুন>>> ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু: এমপি নাবিল
প্রধান বক্তা সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, আমাদের সৌভাগ্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। করোনার কারণে নেতিবাচক পরিস্থিতির মধ্যেও ২০২০ সালে রেকর্ড ২১ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাওয়া গেছে। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকারি সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের কম্বল বিতরণ কর্মসূচি উদ্ধোধন করা হয়।
এর আগে শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধনী করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
বিদ্যালয়টির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুলের সঞ্চলনায় এ সময় প্রধান অতিথি কাজী নাবিল আহমেদ বলেন, শিক্ষা, খাদ্য, চিকিৎসা, কৃষি, ব্যবসাসহ বিভিন্ন সূচকে গত ১২ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিশ্বের অনেক দেশ এখনো বাংলাদেশকে অনুসরণ করছে। একমাত্র শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণেই এসব সম্ভব হয়েছে।
এ সময় আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আলীম গাজী।
এছাড়া সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শনিবার নীর কম্পিউটার সেন্টারে যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, নীর কম্পিউটারের সত্ত্বাধিকারী ধীমান দেবনাথ, মহিদুল ইসলাম প্রমুখ।
স্বাআলো/এস