বাগেরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ফারুক ছেপাই (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার আমড়াগাছিয়া বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে থেকে র‌্যাব-৬, খুলনার সদস্যরা তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ এক হাজার একশত চল্লিশ টাকা জব্দ করেছে র‌্যাব সদস্যরা।

ফারুক ছেপাই শরণখোলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার বিকালে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাআলো/আরবিএ