মাগুরায় নৌকার পক্ষে পথসভা

আগামী ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভার নির্বাচনে, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী- জনাব, খুরশিদ হায়দার টুটুলকে নৌকা মার্কায় (ইভিএম) পদ্ধতিতে আবারো মেয়র নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে মাগুরা জেলা আওয়ামী লীগ।

মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খুরশিদ হায়দার টুটুলের পক্ষে চলছে ব্যাপক নির্বাচনী পথসভা।

শুক্রবার মাগুরা শহরের জামরুল তলা, ইসলামপুর পাড়া, আবালপুরসহ নানা স্থানে এ সভার আয়োজন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারুল ইসলাম শাকিল ও মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল প্রমুখ। সভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এলাকার মানুষের প্রতি আহবান জানান বক্তারা।

আরো পড়ুন>>>মাগুরা পৌরসভায় মেয়র পদে তিনজনের মনোনয়নপত্র জমা

এ ব্যাপারে কথা প্রসঙ্গে মাগুরা পৌরসভার বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান, পৌরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে, মাগুরা শহরসহ পৌর এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃংখল শহর গড়তে, ৯টি ওয়ার্ডের অসমাপ্ত রাস্তাঘাটকে সমাপ্ত করাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আপনারা নৌকা মার্কায় ভোট দিন।

আপনার-আমার সমর্থন অথবা একটি ভোটই পারে, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে, মাগুরা পৌরসভাকে আধুনিক পৌর সভায় রূপান্তরিত করার, যে মহা-পরিকল্পনা (মাল্টিপ্লান), রয়েছে তা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। তাই আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থত একান্ত প্রয়োজন।

স্বাআলো/আরবিএ