মাস্ক না পরায় বাগেরহাটে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে জনসম্মুখে মাস্ক না পরা, বাজারের ফুটপাত দখল ও রাস্তার ওপর এলোমেলোভাবে যানবাহন রাখায় মোট ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

চৌগাছায় পাঁচ ইটভাটার গাড়িকে জরিমানা

চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফুল আলম শনিবার দুপুরে সদর বাজারের বড় ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। তিনি সবাইকে সরকারি নিয়ম নীতি মেনে চলার জন্য অনুরোধ করেন এবং কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানিয়ে দেন।

স্বাআলো/এসএ