যশোরে অপহৃত কলেজছাত্রী একদিন পর উদ্ধার

যশোর: সদর উপজেলার বাহাদুরপুর হাইস্কুলের সামনে থেকে বাবলি ইসলাম রিয়া (১৬) নামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। শুক্রবার মামলা হওয়ার পর শনিবার অপহরণের শিকার রিয়াকে উদ্ধার করে আদালতে পাঠালে তিনি জবানবন্দি দেন।

মামলায় আসামি করা হয়েছে যশোর সদর উপজেলার হাসিমপুর মধ্যপাড়ার রহিমকে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো দুইজনকে।

আরো পড়ুন>>> যশোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সদর উপজেলার বাহাদুরপুর কর্মকারপাড়ার রিয়াজুল ইসলাম মামলায় উল্লেখ করেন, তার মেয়ে বাবলি ইসলাম রিয়া যশোর সরকারি মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করে। রহিম কিছুদিন আগে থেকে রিয়াকে কলেজে যাওয়া-আসার পথে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিতো। রিয়া তার প্রস্তাবে রাজি না হওয়ায় রহিম বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। বুধবার সকাল ১০ টায় রিয়া বাড়ি থেকে বাহাদুরপুর হাইস্কুল মোড়ে রার্ফ কোচিং সেন্টারে কম্পিউটার ক্লাস করার জন্য বের হয়। দুপুর সাড়ে ১২ টায় রিয়া কম্পিউটার ক্লাস শেষে পায়ে হেটে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। বাহাদুরপুর হাইস্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা রহিম ও তার এক সহযোগী রিয়ার গতিরোধ করে। রিয়াকে ইজিবাইকে উঠিয়ে নিউ মার্কেটের দিকে চলে যায়। স্থানীয় লোকজন দেখে ইজিবাইক থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কোতোয়ালী থানায় মামলা করলে পুলিশ শুক্রবার রাতে রিয়াকে উদ্ধার করে। তবে অপহরণকারী রহিম ও তার সহযোগীকে গ্রেফতার করতে পারেনি।

শনিবার দুপুরে রিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল মালেক জবানবন্দি প্রদানের জন্য আদালতে সোপর্দ করেন।

স্বাআলো/এস