পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কড়ক জেলায় হিন্দু মন্দিরে হামলা, লুটপাট, অগ্নি সংযোগসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও জমি জমা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে।
আজ শনিবার জানুয়ারি সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রায় শতাধিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সভাপতি মন্ডলীর সদস্য তপন কর্মকার, সভাপতি মন্ডলীর সদস্য মংখান তালুকদার, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. তারক চন্দ্র সাহা, উত্তম কুমার দাস, সুভাষ চন্দ্র হাওলাদার, ইসকন মন্দিরের আনন্দ গোবিন্দ্র দাস ব্রাম্মচারীসহ অন্যান্যরা।
আরো পড়ুন>>>পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষতি
এসময় বক্তরা বলেন, পাকিস্তানসহ সারাদেশে হিন্দু সংখালঘুদের উপর নির্যাতন জমিজমা দখলসহ নানা অপরাধ বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
স্বাআলো/আরবিএ