সঠিক ইতিহাস চর্চায় প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী স্বপন

যশোর: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, প্রকৃত ইতিহাস চর্চা করার জন্য ইতিহাস বিষয়ক প্রশিক্ষণ প্রয়োজন। এই প্রশিক্ষণ শিক্ষকদের বেশি দরকার। শিক্ষকরা প্রকৃত ইতিহাস উপস্থাপন করলে কেউ সহজে ইতিহাস বিকৃত করতে পারবে না। জাতি প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাবে।

শনিবার যশোর শিক্ষাবোর্ডের হলরুমে আর্কাইভ জাদুঘরের উদ্যোগে ‘গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক মাসব্যাপী সপ্তম প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব কথা বলেন।

যশোরে শিক্ষকদের ৯ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, মক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুর্শিদা বিনতে রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক পারভীনা খাতুন, মুন্সী মেহেরুল্লাহ একাডেমির শিক্ষক আবু কামাল প্রমুখ।

সঞ্চলনা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

পরে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ শেষে স্বপন ভট্টচার্য্য শিক্ষাবোর্ডের জয়বাংলা উদ্যানে বৃক্ষরোপণ করেন।

স্বাআলো/এসএ