সাংবাদিকদের সাথে আ.লীগের মেয়র প্রার্থীর মতবিনিময়

আগামী ৩০ জানুয়ারি আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে নড়াইল পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী নারীনেত্রী আঞ্জুমান আরার সাথে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি নঈমুর রহমান ফিরোজ, এম, মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু জেলা আওয়ামীলীগের সাবক যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা,জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংবাদিক গুলশান আরাসহ নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী নারীনেত্রী আঞ্জুমান আরা বলেন, আমি শিক্ষকতা ছেড়ে সেবার ধর্ম নিয়ে নড়াইল পৌরবাসীর সেবা করার জন্য এ নির্বাচনে অংশ নিয়েছি। গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে নৌকার মাঝি করেছেন, আমি  আপনাদের সকলের সহযোগীতায়  চাই। আপনারা আসন্ন ৩০ জানুয়ারী নির্বাচনে আমার পাশে থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে, নৌকাকে বিজয়ী করে, আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

আরো পড়ুন>>>নড়াইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

তিনি আরো বলেন, আপনারা যদি আমাকে নড়াইল পৌর সভার মেয়র নির্বাচিত করেন,তাহলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজাসহ আপনাদের সকলের সহযোগীতায় নড়াইল পৌরসভাকে ডিজিটাল মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে পারবো বলে আমি মনে করি। নড়াইল পৌর বাসীর দীর্ঘদিনের দাবি ড্রেনেজ ও বজ্র নিষ্কাশনের ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, রাস্তা ঘাটের উন্নয়নে বেশি করে গুরুত্ব দেবো।

এছাড়াও নড়াইল পৌরসভার যানজটের বেহাল দশা নিরশনে কাজ করা চেষ্টা করবো। আমি নড়াইল পৌরসভার সাধারণ জনগণের সেবা করতে চাই। তাদের সুখ দুঃখের সাথী হতে চায় । এ কাজে আপনারা আমার পাশে থাকবেন মনে করি।

স্বাআলো/আরবিএ