সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা: সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সওজের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ইকবাল মাহমুদ টিটু ও সৈয়দ ফরিদ আহমেদ।

চুয়াডাঙ্গায় গৃহহীনদের জন্য নিমাণকৃত ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

প্রথমধাপে, চুয়াডাঙ্গা শহরের পায়রা চত্বর থেকে নতুন জেলখানা পর্যন্ত ৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হবে। পরে ফলোক উন্মোচন করে বিশেষ দোয়া করা হয়।

স্বাআলো/এসএ