স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

যশোর: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বিএনপি। এজন্য গঠিত খুলনা বিভাগীয় কমিটির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোরের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতাযুদ্ধের খুলনা বিভাগের সব স্মৃতি বিজড়িত স্থানে সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন সফল করতে বিস্তারিত আলোচনা হয়।

আরো পড়ুন>>> চৌগাছায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভাগীয় কমিটির আহবায়ক দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল সোহরাব উদ্দিন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, সহতথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক অ্যাড. মশিউর রহমান, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ সদস্যসচিব আক্তার হোসেন, বাগরেহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আক্তার হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর আলম, চূয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্তজা, ফরিদা ইয়াসমিন, আয়েশা সিদ্দিকী মনি, ফিরোজা বুলবুল কলি, সাবিরা নাজমুল মুন্নি, এমএ সালাম, ওয়াহিদুজ্জামান দিপু, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এমএ মজিদ, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, খায়রুজ্জামান শিপন, প্রকৌশলী জাকির সরকার, আবু সাঈদ শেখ প্রমুখ।

স্বাআলো/এস