আওয়ামী লীগ সরকার জনগণের সেবক: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার মানে জনগণের সেবা করার সরকার, জনগণের সেবক। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন হয়ত ঘটা করে করতে পারিনি, কিন্তু আমরা দেশের মানুষের সেবা করেই আমরা সেটা উদযাপন করবার সিদ্ধান্ত নিয়েছি।

রবিবার বিকেলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আজ করোনাভাইরাস আমাদের অগ্রযাত্রা কিছুটা ব্যাহত তো করেছে, এতে সন্দেহ নেই। আমরা মুজিববর্ষ উদযাপন করছি। আবার আর কিছুদিন পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। ২৬ মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ৫০ বছর পূর্তি আমরা করবো। করোনার জন্য যেভাবে করার কথা সেভাবে হয়তো করতে পারছি না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে জাতির জন্য জাতির পিতা ত্যাগ স্বীকার করে গেছেন, এই বাঙালি জাতির প্রতিটি মানুষের একটা ঠিকানা অর্থ্যাৎ গৃহহীন, ভূমিহীন মানুষকে আমরা ঘর করে দেবো।

স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিলো তারা আজ ব্যর্থ: প্রধানমন্ত্রী

দেশের পরিবেশ রক্ষার ব্যবস্থায় আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছি, ইতোমধ্যে অনেক গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করেছি কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে বলেও জানান আওয়ামী লীগের শেখ হাসিনা।

আওয়ামী লীগের নেতাকর্মীসহ ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক, যুব মহিলা লীগসহ যত সংগঠন আছে তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনার বাড়ির পাশে যদি কেউ ভূমিহীন থাকে, গৃহহীন থাকে, নিঃস্ব থাকে তাদের কথা জানাবেন। আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে বিনা পয়সার ঘর করে দেবো। কারণ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ জাতির পিতার সংগঠন। এই সরকার মানে জনগণের সেবক।

করোনাভাইরাসের জন্য ইতোমধ্যে ভ্যাকসিন কেনার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি। ইনশাল্লাহ এসে যাবে। তারপরও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।

এই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক,আবদুল মতিন খসরু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক.এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

স্বাআলো/এসএ