তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আজ রবিবার বাংলাদেশ আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকায় আসবে ক্যারিবিয়ান ক্রিকেট দল।
করোনা শঙ্কা ও ব্যক্তিগত কারণে নিয়মিত দলের অনেক ক্রিকেটারই নেই ওয়ানডে ও টেস্ট সিরিজে। ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন জেসন মোহাম্মদ।
রবিবার ঢাকা পৌঁছে তিন দিন কোয়ারেন্টিনে থাকবে ক্যারিবিয়ানরা। এরপর চারদিন অনুশীলন শেষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ১৮ জানুয়ারি।
এরপর ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে উইন্ডিজ দল। এই সিরিজের মাধ্যমে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।
স্বাআলো/আরবিএ