যশোর: বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোক বার্তায় তারা খালেদুর রহমান টিটোর আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাবেক সাংসদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি এক শোক বার্তায় বলেন, খালেদুর রহমান টিটোর মৃত্যুতে যশোরের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো।
গভীর শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। যৌথ শোক বার্তায় তারা বলেন, আপদমস্তক রাজনীতিক খালেদুর রহমান টিটো যশোরের জন্য অনেক অবদান রেখেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক রায়। বিবৃতিতে তারা খালেদুর রহমান টিটোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া, শোক প্রকাশ করেছেন যশোর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এএইচএম মুযাহারুল ইসলাম মন্টু।
খালেদুর রহমান টিটোর প্রয়াণে যশোর জেলা ক্রীড়া সংস্থা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, যবিপ্রবি ছাত্রলীগ, যবিপ্রবি সাংবাদিক সমিতি, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
যশোরের সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিক খালেদুর রহমান টিটোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে যশোরবাসী একজন রাজনৈতিক অভিভাবকশূন্য হলো। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যশোরের বর্ষীয়ান রাজনীতিক খালেদুর রহমান টিটোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্য ডিএইচ ডিলশান ও রিপন হোসেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যশোরের অন্যতম বটবৃক্ষ খ্যাত খালেদুর রহমান টিটোর চিরবিদায়ের মধ্যদিয়ে রাজনীতিতে বিরাট এক শূন্যতা সৃষ্টি হলো। নেতৃবৃন্দ মরহুমের তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরো শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য নুর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ খালেদুর রহমান টিটোর রুহের মাগফেরাত কামনা করেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু ও ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি এবং নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, সহসভাপতি এমএ মানিক, সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোহন, কোষাধ্যক্ষ সামসুজ্জামান সজন ও দপ্তর সম্পাদক দাউদ হোসেন।
শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল ও সাধারণ সম্পাদক দীপংকর বিশ^াসসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. আবুবকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, জাতীয় কৃষক সমিতির নেতা আব্দুল মাজেদ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ইউনুস তালুকদার, সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, জেলা যুবমৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা হুমায়ন কবির, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামল শর্মা ও সাধারণ সম্পাদক অরুপ মৈত্র।
বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেন যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ইমামুল কবির, যশোর শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এমমে মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, শেখ ইব্রাহিম, নজরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ যশোর সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিকুর বাবু, যশোরের আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান হৃদয়, শাহাজাদা নেওয়াজ, কামাল হোসেন, সরাফত হোসেন মুন্না, আমরুল ইসলাম অপু, তাজ মোহম্মদ মাসুদুল করিম, কাজী রনি, রফিকুল ইসলাম, হিরক চৌধুরী, ফয়সাল মাহমুদ, রায়হান ইসলাম, যশোর রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি খোকন শেখ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
স্বাআলো/ডিএম