ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু, আহত ১৮

ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিপাতে পৃথক স্থানে ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৮ জন।

রবিবার নিশ্চিত করেছে দেশটির সরকার।

দেশটির পশ্চিমাঞ্চলের একটি গ্রামে দুই দফায় ভূমি ধসের এ ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড-বিএনপিবির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি জানান, প্রবল বৃষ্টিপাত ও আলগা মাটির কারণে প্রথম ভূমিধস হয়। উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড।

আরো পড়ুন>>> ৫৬ যাত্রী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার!

এদিকে শনিবার দুর্যোগপূর্ণ আবহওয়ায় ৬২ যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এর মধ্যে ভূমিধসে হতাহতের ঘটনায় শোকের মাত্রা আরো বেড়েছে।

স্বাআলো/এস