ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী সোহেল রানা। তার দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। প্রতিস্থাপনে প্রয়োজন ২০ লাখ টাকা। সোহেলের বাড়ি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামে।
ছেলের চিকিৎসায় বাবা জমির আলীর আলীর ক্ষুদ্র আয়ের সবটাই শেষ হয়ে যায়। চিকিৎসায় এত টাকার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয়। মানুষের কাছে এখন হাত পাতা ছাড়া উপায় নেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সোহেল এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চান। চিকিৎসার অর্থের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেছেন সোহেল ও তার বাবা।
সোহেল বলেন, ইতিমধ্যে আমরা কিডনি প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং ডোনারের সাথে কিডনি ম্যাচ হয়েছে। খুব দ্রুতই ইন্ডিয়াতে কিডনি অপারেশন করতে হবে। কিডনি প্রতিস্থাপনের জন্য ২০লাখ টাকা প্রয়োজন যা বহন করা আমার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।
সোহেলেকে সহযোগিতার জন্য যোগাযোগ: মোবা: ০১৭৪৩৭০০৫৪৭
(সোহেল রানা), ০১৭৪৩৭০০৫৪৭(বিকাশ), ০১৭৪৩৭০০৫৪৭৮ (রকেট), ০১৯১৫৫১৯৪৮৭ (নগদ),
ডাচ্-বাংলাঃ ৭০১৭০১৫৪৮৫৪৯৫ (এজেন্ট ব্যাংকিং)। সোনালী ব্যাংকঃ ২৪০৫৯০১০১২৯৩২ হরিণাকুন্ডু, ঝিনাইদহ।
স্বাআলো/আরবিএ