কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের কালে গ্রামে চার চোখ ও দুই মাথাবিশিষ্ট একটি অস্বাভাবিক আকৃতির বকনা বাছুরের জন্ম হয়েছে।
রবিবার সকাল ৬টায় এ অদ্ভুত ঘটনা ঘটেছে সদরের এস এস ফিলিং স্টেশনের পিছনে শাহেদা বেগমের বাড়িতে।
গরুটির মালিকের নাম শাহেদা বেগম। তিনি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে গ্রামের মৃত আবজাল হোসেনের স্ত্রী।
শাহিদা বেগম জানান, সকালে অস্বাভাবিক আকারের এ বাছুরটি জন্ম হয়। মা গাভীটি দেশীয় জাতের গরু।কৃত্রিম প্রজনন ব্যবস্থায় গাভীটির গর্ভধারণ করা হয়েছে। দীর্ঘ আটমাস তেইশ দিন পরে সকালে চার চোখ দুই মাথাওয়ালা একটি বকনা বাছুর প্রসব করে। সাদাকালো রঙের এ বাছুরটি জন্ম থেকেই খুবই দুর্বল। শাল দুধ খাওয়াচ্ছি।
ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এটি একটি বিরল ঘটনা। এ ঘটনায় আমাদের এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চার চোখ ও দুই মুখওয়ালা বাছুরের কথা শুনে আমি দেখতে এসেছি । এমন আশ্চর্যের ঘটনা আগে কখনো দেখিনি।
জেলা প্রাণিসম্পদ অফিসার মকবুল হোসেন জানান, স্বাভাবিকভাবে প্রজনন ব্যবস্থায় এ রকম বাছুরের জন্ম খুব একটা পরিলক্ষিত হয় না। তবে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে হরমোনাল ইনব্যালেন্সের কারণে এরকম অস্বাভাবিক বাছুরের জন্ম হতে পারে।
কুড়িগ্রামের সব খবর পড়তে ক্লিক করুন
স্বাআলো/এসএ