ঝিকরগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭২ সালের এই দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের স্বাধীনতা পূর্ণতা পায়।

তিনি আরো বলেন, মহামারি করোনাভাইরাসের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন সূচকে এগিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোস্তাফিজুর রহমান মুছা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামসুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগনেতা রফিকুল ইসলাম বাপ্পী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগনেতা সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের আজাদ, আওয়ামী লীগ নেতা অশোক দত্ত, পানিসারা ইউনিয়ন চেয়ারম্যান নওসের আলী, মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন, বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান নিছার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজাসহ নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ঝিকরগাছার সব খবর পড়তে ক্লিক করুন

স্বাআলো/এসএ