সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-১০ লিগে খেলার অনুমতিপত্র পেয়েছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান। টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এ দুজন।
রবিবার এ দুজনকে অনুমতিপত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে টি-১০ টুর্নামেন্টের জন্য অনুমতিপত্র পেয়েছেন মুক্তার আলী। ৩১ বছর বয়সী এ পেসার খেলবেন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে।
আরো পড়ুন>>> পিএসএলের ড্রাফটে মুস্তাফিজ-রিয়াদসহ একঝাঁক বাংলাদেশি
টি-১০ টুর্নামেন্টে ডাক পাওয়া বাংলাদেশের বাকি তিন ক্রিকেটারের অনুমতিপত্র এখনো নিশ্চিত নয়। মারাঠা অ্যারাবিয়ান্স মুক্তারের পাশাপাশি দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকতকেও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ থাকায় তাদের অনুমতিপত্র পাওয়ার সম্ভাবনা কম। এছাড়া পুনে ডেভিলস দলে নিয়েছে নাসির হোসেনকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির পেয়ে যেতে পারেন খেলার অনুমতি।
মোট ৮টি দল অংশ নিতে যাচ্ছে এ টুর্নামেন্টে। দলগুলো হলো: বাংলা টাইগার্স, দিল্লী বুলস, কালান্ডার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, কর্ণাটক টাস্কার্স, টিম আবু ধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স এবং নর্দার্ন ওয়ারিয়র্স।
স্বাআলো/এস