নওগাঁয় মুজিববর্ষ উপলক্ষে ১ হাজার ৫৬ গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেয়া কর্মসূচি এগিয়ে চলেছে। এই কর্মসূচি বাস্তবায়নে আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে ১৮ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা।
এসব বাড়ির মধ্যে ডিসেম্বরের মধ্যে ৭০০ টির নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৩৫৬টি বাড়ির নির্মাণ কাজ চলমান রয়েছে।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জানিয়েছেন আগামী ২০ জানুয়ারীর মধ্যেই অবশিষ্ট বাড়িগুলো নির্মাণ কাজ সম্পন্ন হবে। ভুমিহীন ও গৃহহীন মানুষের দুর্যোগ সহনীয় এসব বাড়ি নির্মাণ করে দেয়া মুজিব বর্ষের সেরা উপহার। দুই শতাংশ জমি এবং মোটামুটি একটি সুন্দর বাড়ি পেয়ে তারা অত্যন্ত খুশি হয়েছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসিত হয়েছে। জেলা প্রশাসক হিসেবে এই কর্মসূচি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করেনে তিনি।
স্বাআলো/আরবিএ