জাতির সামনে মূল্যবান কিছু পজেটিভ কথা তুলে ধরেছেন পুলিশের মহাপরিচালক ড. বেনজিন আহমেদ। তিনি যে সব কথা বলেছেন নিসন্দেহে অত্যন্ত সাহসের। সাহসের এজন্য যে এতদিনে এমন কথা কেউ বলেননি। তিনি যে প্রত্যয়ের কথা বলেছেন তা বাস্তবায়িত হলে পুলিশের বিরুদ্ধে যে দুর্নাম রটেছে তার অপনোদন হবে। উন্নত বিশ্বের পুলিশের মত হবে আমাদের পুলিশ। আমরা ড. বেনজিন আহমেদের সদিচ্ছার সফল বস্তবায়ন কামনা করি।
ড.বেনজিন আহমেদ পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছেন ।৮ জানুয়ারি দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, কোনো পুলিশ সদস্য বা কর্মকর্তা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাদকের বিরুদ্ধে আমরা কঠোরভাবে কাজ করছি। পুলিশের মধ্যে মাদকসেবী থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হচ্ছে। আমরা ডোপ টেস্ট করছি। পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। আমরা আমাদের ঘর পরিচ্ছন্ন করতে চাই। এছাড়াও মাদক সেবন করেন না কিন্তু মাদকের সঙ্গে জড়িত, এমন পুলিশ সদস্যদেরকেও চিহ্নিত করে চাকরিচ্যুত করা হচ্ছে।
আরো পড়ুন>>>সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় অগ্রগতি নেই
তিনি বলেন, পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাইনে। আমরা চাইনে পত্রপত্রিকায় পুলিশের ব্রুটালিটি নিয়ে খবর ছাপা হোক। আমরা খবর হতে চাইনে। পুলিশের কাছে অসংখ্য আইনি ক্ষমতা রয়েছে। তাহলে কেন পেশিশক্তি ব্যবহার করতে হবে? মাথা ও বিবেকের শক্তি, আইনের শক্তি প্রয়োগ করতে হবে।
আইজিপি বলেন, সাংবাদিকরা কোটি কোটি মানুষকে মোটিভেটেড করতে পারেন। আপনি অপিনিয়ন বিল্ডার, অপিনিয়ন বিল্ড করা অনেক কঠিন কাজ। সবাই তা করতে পারেন না। যেহেতু আপনারা মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারেন সেহেতু আপনাদের কলমের শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবেন এটাই প্রত্যাশা করি।
চাঁদাবাজী, মাদক সেবন ও নিষ্ঠুরতা সম্পর্কে যা বলেছেন তার বিস্তারিত বর্ণনায় না গিয়ে আমরা শুধু এ টুকু বলবো তার ঘোষণা নিষ্কলুস পুলিশ বাহিনী গড়ার জন্য অত্যন্ত সহায়ক। পুলিশের এসব গদাষের কারণে আদালত পর্যন্ত রুষ্ঠ। ঘুষের টাকায় আলীশান বাড়ি করে জনগণের চোখে ধুরো দিতে বাড়ির নাম দেয়া হয় ‘আল্লাহর দান’। এসব কৌশল হাস্যকর। যে পুলিশ জনগণের বন্ধু বলে স্বীকৃত সেই পুলিশ দেখলে মানুষ যেন আর নাক না শিটকায়। কারণ এ অবস্থা জাতির জন্য মোটেই কোন ভালো কথা নয়। আমরা আবারো বলবো পুলিশ প্রধান ড. বেনজিন আহমেদের সদিচ্ছার সফল বাস্তবায়ন হোক। পুলিশ হোক জাতির গর্বের বাহিনী।
স্বাআলো/আরবিএ