বাগেরহাট: খুলনা র্যাবের সদস্যরা বাগেরহাটের চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ সোহেল মোল্লা (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার সকালে চিতলমারী থানা পুলিশ সোহেল মোল্লাকে বাগেরহাট আদালতে প্রেরন করেছে। আটককৃত সোহেল মোল্লা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারী গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন>>> বাগেরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার
খুলনা র্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম রবিবার দুপুরে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী উপজেলার কালীগঞ্জ বাজারের গোল চত্বর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
আটককৃত সোহেল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়। চিতলমারী থানা পুলিশ তাকে রবিবার আদালতে প্রেরন করেছে বলে থানার ডিউটি অফিসার জানান।
স্বাআলো/এস