আগামী ১৪ ফেব্রুয়ারি বাগেরহাট পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ ছয়নেতা আবেদন করলেও বিএনপির এখনো কেউ তেমন আগ্রহ দেখাননি।
তবে, এবার বাগেরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ নতুন প্রার্থী নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।
দলীয় সূত্র মতে, এবারের নির্বাচনে নতুন প্রার্থী হিসেবে আগ্রহী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার সেলিম আহম্মেদ, পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন এবং বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান।
আরো পড়ুন>>>বাগেরহাটে নতুন জেলা প্রশাসকের যোগদান
এরা ৫ জনই আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করতে দলের কাছে গত ৮ জানুয়ারি আবেদন করেছেন।
এদিকে, বাগেরহাট পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানও মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ৭ জানুয়ারি মনোনয়ন বোর্ডে আবেদন করেছেন।
অপরদিকে, বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় গত ২ জানুয়ারি গণতন্ত্রের বিজয় উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বলেছেন, কোন দুর্নীতিবাজ, বিতর্কিত ব্যক্তিকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা হবে না।
এদিকে, রাজনৈতিক ভাবে প্রধান বিরোধিদল বিএনপি এখনও তাদের প্রার্থী নির্ধারণ করেনি তবে আগামী ১৭ জানুয়ারি মনোনয়ন দাখিলের আগেই প্রার্থী নির্ধারণ করা হবে বলে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম জানান।
স্বাআলো/আরবিএ