দীর্ঘ ১০ মাস পর দেশের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটের ঘ্রাণ। ক্যারিবীয় সিরিজ দিয়ে বাংলাদেশ ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজ করোনাকালে সবচেয়ে বেশি ক্রিকেট খেলা দলগুলোর একটি। খর্ব শক্তির দল নিয়ে এলেও বাংলাদেশ কোনো ঝুঁকি নিতে চায় না, তাই স্পিন বান্ধব উইকেটই সাজানো থাকবে টাইগারদের জন্য।
স্পিন যেমন বাংলাদেশের শক্তির জায়গা, তেমনি দুর্বলতার জায়গা ক্যারিবীয়দের জন্য। অন্যান্য যেকোনো স্বাগতিক দলের মত বাংলাদেশও হোম এডভান্টেজ পেতে চায়। সেই ধারাবাহিকতায় ওয়ানডে ও টেস্ট সিরিজে স্পিন বান্ধব উইকেটই পাবেন সাকিব, মিরাজ, তাইজুলরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান উইকেটের বিষয়ে জানান, আমাদের ঘরোয়া ক্রিকেটে যে উইকেট থাকে ঐ উইকেটই রাখবো। সাধারণত আপনারা যেমনটা দেখে থাকেন। আমরা বেশি কোনো পরিবর্তন আনতে যাব না।
আরো পড়ুন>>> মাশরাফি না থাকায় দলের শক্তিমত্তা কমেছে: আকরাম
বাংলাদেশ সফর থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ১২ জন ক্যারিবীয় ক্রিকেটার। ফলে ঘোষিত দলে অনেক নতুন মুখের ছড়াছড়ি। তবে বিশ্বমানের দলটির দ্বিতীয় সারির ক্রিকেটাররাও যে ভালো মানের, আকরাম সেই বিষয়টিই মনে করিয়ে দিয়েছেন।
আকরামের ভাষায়, ওদের কিন্তু মান অনেক ভালো। ব্যাকআপ খেলোয়াড় অনেক ভালো। আপনি যদি মনে করেন ‘বি’ দল আসছে, তাহলে আমাদের জন্য অনেক বড় ভুল হবে।
তিনি বলেন, আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে চিন্তা করছি। এ ছাড়া অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবো। ওরা কিন্তু আমাদের চেয়ে এগিয়ে আছে, দুই-তিনটা সিরিজ খেলেছে। আশা করছি প্লেয়াররা ফর্মে ফিরে আসবে।
স্বাআলো/এস