যশোরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে। আজ রবিবার সকালে দিবসটি উপলক্ষে শহরের বঙ্গবন্ধু ম্যুরাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকালে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় যশোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক ও সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠুর নেতৃত্বে যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধঞ্জলি অর্পণ করেন নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ ও মাজহারুল ইসলাম মাজহার, যুবলীগনেতা রাজিবুল আলম, শ্রমিক লীগনেতা সেলিম রেজা পান্নু, ইউপি সদস্য শওকত আলী, মামুন হোসেন, তরিকুল ইসলাম, আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এহসানুল করিম রহমান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেযোয়ান হোসেন মিথুন প্রমুখ।
স্বাআলো/আরবিএ