এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ মন্ত্রিসভায় উঠছে আজ

অষ্টম ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। ফল ঘোষণার জন্য সরকারের অধ্যাদেশটি আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওঠার কথা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার অনুমোদনের পর এটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হবে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর অন্যান্য প্রক্রিয়া খুব দ্রুতই শেষ করা হবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অধ্যাদেশটি জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন।

বিশেষ পরিস্থিতিতে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারির বাধ্যবাধকতা রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়। তাই ফল প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে।

স্বাআলো/আরবিএ