জল্পনার অবসান ঘটিয়ে কোহলি-আনুশকার ঘরে এলো নতুন অতিথি

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোহলি নিজেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতীয় অধিনায়ক তাদের প্রথম সন্তান জন্মদানের সুখবর জানান।

জনপ্রিয় এই জুটি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সাকিব আল হাসান, কেন উইলিয়ামসনের মতো কোহলিরো প্রথম সন্তান মেয়ে।

আরো পড়ুন>>> মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন আনুশকা

টুইটারে কোহলি জানান, আমরা রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে, আজ বিকেলে আমাদের ঘরে এক কন্যাসন্তান এসেছে। সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও সন্তান দুইজনই ভালো আছে, নতুন জীবন শুরু করতে পেরে আমরা ভাগ্যবান। আশা করি এই সময়টায় আমাদের গোপনীয়তায় সম্মান রাখবেন।

দীর্ঘ সময় ধরে মন লেনাদেনা চলে কোহলি-আনুশকার। অবশেষে ক্রিকেট ও বিনোদন অঙ্গনের ঘোর গুঞ্জনকে সত্যি করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুইজন। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালা বদল করেন তারা। এখনো গণমাধ্যমের ক্রিকেট ও বিনোদন বিভাগের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েই আছেন এই দম্পতি।

স্বাআলো/এস