নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্এবামী এনায়েত মোল্যাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন বিচারক মুন্সি মশিউর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, এনায়েত মোল্যার স্ত্রী শ্বশুর বাড়ি সদর উপজেলার চাঁদপুরে থাকতেন।এনায়েত যৌতুকের জন্য বিভিন্ন সময়ে স্ত্রী নারগিস বেগমকে নির্যাতন করতো।
২০১৮ সালের ২১ নভেম্বর দিবাগত রাতে স্ত্রীকে তার বাবার দেয়া জমি বিক্রি করিতে বললে, স্ত্রী রাজী না হওয়ায় রাতেই তাকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান এনায়েত মোল্যকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দেন।
স্বাআলো/আরবিএ