পটুয়াখালীতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে পটুয়াখালীতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ফিতা কেটে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার।

এক হাজার লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপনের উদ্যোগ

এসময় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার বঙ্গবন্ধু কর্নারটি ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

স্বাআলো/এসএ